ব্রেকিং নিউজ ::
শিবপুরে নিরাপদ সড়ক চাই এর সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত নরসিংদী-৩ (শিবপুর) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খানের মনোনয়ন পত্র জমাদান সম্পন্ন  শিবপুরে সকল ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে ফজলে রাব্বি খানের আহবান নরসিংদী-৩ শিবপুর আসন থেকে জাকের পার্টির মনোনয়ন পেলেন সাংবাদিক আলম খান নরসিংদী-৩ শিবপুর থেকে মনোনয়ন ফরম কিনলেন স্বতন্ত্র প্রার্থী মাসুম মৃধা দলীয় মনোনয়ন ফরম জমাদান উপলক্ষে সিরাজুল ইসলাম মোল্লার দোয়া ও মিলাদ মাহফিল মাহবুব খান এর নির্বাচিত কবিতা “আজব দুনিয়া” নরসিংদী-৩ আসনে নৌকার হাল ধরতে চান ফজলে রাব্বি খান শিবপুরে খেলোয়াড়দের জার্সি বিতরণ করলেন কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসান গাজায় স্কুলে বিমান হামলায় ৫০ জন নিহত
শিবপুরে ট্রাক চাপায় মহিলার মৃত্যু

শিবপুরে ট্রাক চাপায় মহিলার মৃত্যু

মাহবুব খান: নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায়  মাকসুদা আক্তার রাণী (৪০) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩ মার্চ (বৃহস্পতিবার ) বিকেল ৪:৩০ মিনিটের দিকে ঢাকা-মনোহরদী সড়কের শিবপুর কলেজগেট গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মহিলা সিএনজি যোগে তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে মনোহরদীর পাচকান্দি যাওয়ার পথে শিবপুর কলেজগেট গোলচত্বর এলাকায় সিএনজিটি মনোহরদীগামী একটি পরিবহনকে ওভারটেকের চেষ্টা করলে সিএনজি থেকে মহিলাটি ছিটকে পড়ে যায়,ঠিক ঐ মুহূর্তে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাকে সজোরে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাহমুদা আক্তার রাণীর বাড়ি শিবপুর উপজেলার সৃষ্টিগড় এবং বাবার বাড়ি উপজেলার পুটিয়াতে । ঘটনার পর গাড়িচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক ও সিএনজি আটক করে উত্তেজিত জনতা।
খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি টিম ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

উল্লেখ্য, ইতোপূর্বে কলেজগেট এলাকায় একাধিক সড়ক দূর্ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন আতংকের নাম। শিবপুর কলেজগেট ও শিবপুর বাসস্ট্যান্ডের যানজট নিরসন প্রসঙ্গে শিবপুর উপজেলা আইনশৃঙ্খলার মাসিক সভায় কয়েক দফায় আলোচনা হলেও এই ব্যাপারে যথাযথ কোন পদক্ষেপ গ্রহন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিবপুর কলেজগেট গোলচত্বরের চতুর্পাশে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,৭-৮ টি প্রাইভেট হাসপাতাল, সরকারী স্কুল এবং কলেজ,একাধিক প্রাইভেট স্কুল/কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী /বেসরকারি প্রতিষ্ঠান। তাই এই গেলচত্বরটিকে কিভাবে দূর্ঘটনা মুক্ত রাখা যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো গুরুত্ব দিয়ে চিন্তা ও পদক্ষেপ গ্রহন করা উচিৎ বলে মনে করেন এলাকাবাসী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সকল স্বত্ব www.muktasangbad.com অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত