ব্রেকিং নিউজ ::
মারা গেলেন সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘ফ্রেডি’ নরসিংদী-৩ আসনে বরেণ্য রাজনৈতিক ব্যক্তিদের সমাধিতে তৃণমুল বিএনপি প্রার্থীর শ্রদ্ধাঞ্জলি নরসিংদীতে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন স্বামী-স্ত্রী শিবপুরে নিরাপদ সড়ক চাই এর সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত নরসিংদী-৩ (শিবপুর) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খানের মনোনয়ন পত্র জমাদান সম্পন্ন  শিবপুরে সকল ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে ফজলে রাব্বি খানের আহবান নরসিংদী-৩ শিবপুর আসন থেকে জাকের পার্টির মনোনয়ন পেলেন সাংবাদিক আলম খান নরসিংদী-৩ শিবপুর থেকে মনোনয়ন ফরম কিনলেন স্বতন্ত্র প্রার্থী মাসুম মৃধা দলীয় মনোনয়ন ফরম জমাদান উপলক্ষে সিরাজুল ইসলাম মোল্লার দোয়া ও মিলাদ মাহফিল মাহবুব খান এর নির্বাচিত কবিতা “আজব দুনিয়া”
১০ বছরেও কমিটি নেই শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ ছাত্রলীগের

১০ বছরেও কমিটি নেই শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ ছাত্রলীগের

শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ২০ মার্চ। এক বছর মেয়াদে কমিটিতে সভাপতি আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার নির্বাচিত হয়।
এরপর ১০ বছর নতুন কমিটি না হওয়ায় নেতৃত্ব শূন্যতা, সাংগঠনিক স্থবিরতা তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের নেতারা। সেই সঙ্গে নতুন কমিটির দাবিও জানিয়েছেন তারা।

শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা জানিয়েছেন, কমিটি গঠনকালে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার যথাক্রমে বিএ দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। সভাপতি ২০১৪ সালে এবং সাধারণ সম্পাদক ২০১৩ সালে বিএ পাস করেন। দুজনেরই ছাত্রত্ব শেষ।

সভাপতি ২০১৫ সালে ও সাধারণ সম্পাদক ২০১৪ সালে বিয়ে করেন। বর্তমানে সভাপতির ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আর সাধারণ সম্পাদক দুই সন্তানের পিতা।

এরই মধ্যে আতিকুল ইসলাম সভাপতি থাকা অবস্থায় ৫ বছর কোরিয়ায় প্রবাস জীবন অতিবাহিত করেছেন। বর্তমানে শহীদ আসাদ কলেজের নিয়মিত শিক্ষার্থী সংখ্যা ১০ হাজার ৯৭ জন। কলেজটিতে একাদশ, দ্বাদশ, তিনটি ডিগ্রি, ১১ বিষয়ে অনার্স ও দুটি বিষয়ে মাস্টার্স কোর্সে ছাত্রলীগের কোনো কমিটি নেই।

কলেজ শাখা ছাত্রলীগের নিয়মিত কার্যক্রমের সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েই অনুপস্থিত। নেতারা মনে করেন, এসব কারণে ছাত্রলীগের সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। দীর্ঘদিন সম্মেলন এবং নতুন কমিটি না হওয়ায় নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। পাশাপাশি নেতৃত্বে পরিবর্তন না হওয়ায় অনেক মেধাবি ও সাংগঠনিক মনোভাবের শিক্ষার্থীরা যারা গঠনমূলক রাজনীতির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে এবং বঙ্গবন্ধুন স্বপ্ন সোনার বাংলা গড়ে তুলতে কাজ করতে আগ্রহী তারা বঞ্চিত হচ্ছেন। জরুরি ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির গঠন করে নতুন নেতৃত্বের দাবি ছাত্রলীগের নেতাকর্মীদের।

এ বিষয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে একাধিকবার লিখিতভাবে আবেদন করেছেন।

কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রলীগ নেতা শাওন খান বলেন‘আমরা দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করে আসতেছি। কিন্তু পরিচয় দেয়ার মতো কোনো পদ নেই। ১০ বছর ধরে সম্মেলন না হওয়ায় নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। বিচ্ছিন্নভাবে আমরা দলীয় প্রোগ্রামগুলো করে আসতেছি। এতে সাংগঠনিকভাবে আমরা অনেক পিছিয়ে পড়ছি। তাই দ্রুত নতুন কমিটি আসা দরকার।’

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পর থেকে মহামারি করোনা শুরু হয়। তাই দীর্ঘদিন ধরে সম্মেলন করা সম্ভব হয়নি। যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আমরা দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেয়ার প্রস্তুতি নিচ্ছি

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সকল স্বত্ব www.muktasangbad.com অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত