শিবপুরে সন্ত্রাসী হামলায় বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ
- আপডেট সময় : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ৬৭৮ বার পড়া হয়েছে
শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের যোশর বাজার সংলগ্ন মৃত মোজাম্মেল এর ছেলে মানিকের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে যোশর বাজারের দক্ষিণ পাশে পাহাড় ফুলদি গ্ৰামে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মানিকের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন যাবৎ মানিক এই বাড়িতে থাকেননা,তাই তার ছোট বোন পারভীন আক্তার ও প্রবাসী ভাগিনা এই বাড়িটিতে বসবাস করে আসছেন। হামলায় পারভীন আক্তার আহত হয়েছেন।
যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে তারা হলেন, যোশর এলাকার বশির মৃধার ছেলে তানভীর আহমেদ ঝিকু মৃধা, মৃত আনিসের ছেলে আকরাম ও শাহীন মৃধাসহ অজ্ঞাত আরো ১০/১২ জন।
ভুক্তভোগী পারভীন আক্তার বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন সন্ত্রাসী পিস্তল,দা, চাপাতি লাঠিসোটা নিয়ে বাড়ির সিমানা প্রাচীর ভেঙে ঘরের আসবাবপত্র ভাংচুরসহ নগদ ৫লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। সীমানা প্রাচীর ভাংচুর এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আরো প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। সন্ত্রাসীদের মধ্যে আমি তিনজনকে চিনতে পেরেছি। তারা হলেন বশির মৃধার ছেলে তানভীর আহমেদ ঝিকু মৃধা, মৃত আনিসের ছেলে আকরাম ও শাহীন মৃধা। তানভীর আহমেদ ঝিকু আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে তার নেতৃত্বে এ হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় প্রসাশনের নিকট সুষ্ঠু বিচার দাবী করি। আমি তাদের ভয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে জানিয়ে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি।
এলাকাবাসী এই সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে তানভীর আহমেদ ঝিকু মৃধা বলেন,
মানিকের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনাটি এই প্রথম শুনলাম,কারা কখন এই ঘটনাটি ঘটিয়েছে এ বিষয়ে আমি কিছুই জানিনা।বসত বাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই।
এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি।
এদিকে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া বলেন, থানায় এখনও কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।