ব্রেকিং নিউজ ::
শিবপুরে প্রয়াত আ.লীগ নেতা সালাহউদ্দিন খান অরুন এর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শিবপুরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩,আহত -৭ নরসিংদী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল কবির সাহিদ শিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পৌর বিএনপি ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদ সমাবেশ করেছে শিবপুর উপজেলা আওয়ামী লীগ শিবপুরে দু’শ প্রতিবন্ধীকে উন্নত খাবার খাওয়ালেন আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক টিপু শিবপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহসীন নাজিরের শ্রদ্ধা নিবেদন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের বয়স ৪৭ নয় ৩৫ বছর নরসিংদী জেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল শিবপুরে ভূমিদস্যু হেকিম ও করিম গং এর অত্যাচারে গ্রাম ছাড়া হানিফ মোল্লার পরিবার
শিবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

শিবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

মাহবুব খান: নরসিংদীর শিবপুরে বিশ্ব শান্তির অগ্রদূত,ডিজিটাল বাংলাদেশের রূপকার,উন্নয়ন ও অগ্রযাত্রার পথিকৃত,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে।বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জন্মদিনের কেক কাটা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সাংসদ জহিরুল হক ভুইঁয়া মোহন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোঃ হেলাল উদ্দিন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির,সাধারণ সম্পাদক শামসুল আলম ভুইঁয়া রাখিল।প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,বয়স্কভাতার কার্ড প্রদান,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে শিবপুর উপজেলা আওয়ামী লীগের  উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও কেক কাটা হয়।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভুইঁয়া মোহন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ খান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আজিজুর রহমান খান,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক  বিপ্লব চক্রবর্তী,আমির হোসেন,দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক রাব্বি খান,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© সকল স্বত্ব www.muktasangbad.com অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত