শিবপুরে বিএনপি নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০১:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
- / ৫৮৩ বার পড়া হয়েছে
মাহবুব খান,নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদুল হক ভুইঁয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে সাধারচর বাগের স্কুল মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাধারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও শিবপুর আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনজুর এলাহী। আলোচনা সভায় বিএনপি নেতা মরহুম আসাদুল হক ভুইঁয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার,সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার প্রমূখ।এসময় বিভিন্ন উনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানগণ,উপজেলা ও সাধারচর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচন সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।