ব্রেকিং নিউজ ::
মারা গেলেন সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘ফ্রেডি’ নরসিংদী-৩ আসনে বরেণ্য রাজনৈতিক ব্যক্তিদের সমাধিতে তৃণমুল বিএনপি প্রার্থীর শ্রদ্ধাঞ্জলি নরসিংদীতে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন স্বামী-স্ত্রী শিবপুরে নিরাপদ সড়ক চাই এর সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত নরসিংদী-৩ (শিবপুর) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খানের মনোনয়ন পত্র জমাদান সম্পন্ন  শিবপুরে সকল ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে ফজলে রাব্বি খানের আহবান নরসিংদী-৩ শিবপুর আসন থেকে জাকের পার্টির মনোনয়ন পেলেন সাংবাদিক আলম খান নরসিংদী-৩ শিবপুর থেকে মনোনয়ন ফরম কিনলেন স্বতন্ত্র প্রার্থী মাসুম মৃধা দলীয় মনোনয়ন ফরম জমাদান উপলক্ষে সিরাজুল ইসলাম মোল্লার দোয়া ও মিলাদ মাহফিল মাহবুব খান এর নির্বাচিত কবিতা “আজব দুনিয়া”
শিবপুরে বিসিক শিল্পনগরীর (সম্প্রসারণ) শুভ উদ্বোধন করেন শিল্পমন্ত্রী

শিবপুরে বিসিক শিল্পনগরীর (সম্প্রসারণ) শুভ উদ্বোধন করেন শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে নরসিংদী বিসিক শিল্পনগরী (সম্প্রসারণ) এর শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (৭ অক্টোবর) বিকেলে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগরে এই শিল্পনগরীর উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার,স্থানীয় এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন,শিবপুরের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা ,শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা,জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম,জেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম তালেব হোসেন ও সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী।
নরসিংদী জেলা প্রশাসক বদিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক এর চেয়ারম্যান (গ্রেড -১) মুহ: মাহবুবুর রহমান,শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহসীন নাজির,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল প্রমুখ।
শিল্পমন্ত্রী বলেন,একাত্তুরে যেমন আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তেমন আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে আগামী নির্বাচনকে ঘিরে।যুদ্ধ করতে হবে স্বাধিনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এবং শত্রুদেরকে চরম আঘাত করার জন্য যারা ষড়যন্ত্র করেছিলো মুক্তি যুদ্ধের সময় ও পরবর্তী সময়।আজকে তারা আবারো দলবেঁধে মাঠে নেমেছে,তাই আমরা যদি কোন ভুল করে ফেলি তবে জাতী আবার বিশাল বিপদের সম্মুখীন হবে।ব্যাহত হবে এদেশের ধারাবাহিক উন্নয়ন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য মনজুরুল মজিদ মাহমুদ সাদী ও পুটিয়া ইউপি চেয়ারম্যান হাসান উল সানী এলিচসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সকল স্বত্ব www.muktasangbad.com অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত