শিবপুরে নিরাপদ সড়ক চাই এর সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ৭৯৪ বার পড়া হয়েছে
শিবপুরে নিরাপদ সড়ক চাই এর সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
সংগ্রাম সাফল্য ও গৌরবের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় নিরাপদ সড়ক চাই এর সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (১ লা ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয় এবং উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ সজিব, নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ-সভাপতি আবু ছাইদ মোগল মাস্টার,যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ সরকার,সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন কবিরসহ নিরাপদ সড়কের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন ১৯৯৩ সালের পহেলা ডিসেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন,তারই ধারাবাহিকতায় ইলিয়াস কাঞ্চন এই নিরাপদ সড়ক চাই সংগঠনটি গঠনের উদ্যোগ গ্রহণ করেন।জনসাধারণকে সাবধানে পথ চলার বিষয়টি নিশ্চিত করতে এই সংগঠনটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।তাছাড়াও সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী পরিবারকে এই সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর ক্ষতিগ্রস্ত পরিবারটিকে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন কম্বল বিতরণ করে থাকে।