সর্বশেষ

ভেনেজুয়েলায় ‍যুক্তরাষ্ট্রের হামলার জেরে বিশ্ববাজারে বাড়লো সোনার দাম

ভেনেজুয়েলায় ‍যুক্তরাষ্ট্রের হামলার প্রভাব পড়েছে সোনার বাজারে। সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববাজারে সোনার দাম উঠেছে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।

এদিন স্পট সোনার দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৩ দশমিক ২৯ মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত ২৯ ডিসেম্বরের পর থেকে সর্বোচ্চ। গত ২৬ ডিসেম্বর একবার সোনার দাম রেকর্ড ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলার স্পর্শ করেছিল।

এদিন ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার চুক্তি ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৩ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।