বৃক্ষরোপনে জাতীয় পুরস্কার পেল কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়
- আপডেট সময় : ১১:০৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- / ৬৪৬ বার পড়া হয়েছে
মাহবুব খান: জাতীয় বৃক্ষ মেলা ২০০২ সমাপনী অনুষ্ঠানে রবিবার (২৪ জুলাই) ঢাকার আগারগাঁও বনভবনে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৯ পেল নরসিংদীর শিবপুরের কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়।বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা, ক্রেস্ট,সনদ ও ২০ হাজার টাকার চেক প্রদান করেছেন বিদ্যালয়ের সভাপতি কাজী তোফাজ্জল হোসেন ও প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন সরকারের নিকট।
বন অধিদপ্তরের ‘ক’ শ্রেণীর দ্বিতীয় পুরস্কার পেয়ে আনন্দিত স্কুল কর্তৃপক্ষ। ২৫০ জাতের ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধন বৃক্ষরোপণ করে স্কুল পর্যায়ে পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখায় পুরস্কার অর্জন করেছেন কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়। ২০১৪ সালে প্রধান শিক্ষক আওলাদ হোসেন প্রতিষ্ঠানে যোগদানের সময় স্কুলটি নড়বড়ে ছিল ২০১৫ সালে বিদ্যালয় শ্রেণীকক্ষের অভাবে গাছ তলায় শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হতো, বিষয়টি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে লেখালেখি হলে বর্তমানে বিদ্যালয়টিতে একাধিক নতুন ভবন নির্মাণ হয়েছে। তাছাড়া পরিবেশের পাশাপাশি ফলাফলও ভালো হচ্ছে।