জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পিতা ও শিশু কন্যার মৃত্যু,আহত ৩
- আপডেট সময় : ০৯:৪৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
- / ৭৩১ বার পড়া হয়েছে
মাহবুব খান: সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে রুবেল মিয়া (৩৫) ও তার ৪০ দিন বয়সী শিশু কন্যা রাহি আক্তার আদরী মারা গেছে। আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় রুবেল মিয়ার স্ত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন।
রুবেল মিয়া নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকারের ভাগিনা ও ভৈরবের চন্ডিবের গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। আহতরা হলেন রুবেলের স্ত্রী কাজল (৩০) এবং নরসিংদী সদর থানার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল (৪৮) ও আনিকা (৩০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাঙপানি ব্রীজের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়। পারিবারিক সূত্রে জানাযায়,পরিবার নিয়ে রুবেল জাফলং এ ঘুরতে যাওয়ার উদ্দশ্যে রওনা করেছিলো।
ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পিতা ও শিশু কন্যাকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদসহ পুলিশের একটি টিম।
এ বিষয়ে ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাড়িটি উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।