ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পিতা ও শিশু কন্যার মৃত্যু,আহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
  • / ৭৩১ বার পড়া হয়েছে

মাহবুব খান: সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে রুবেল মিয়া (৩৫) ও তার ৪০ দিন বয়সী শিশু কন্যা রাহি আক্তার আদরী মারা গেছে। আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় রুবেল মিয়ার স্ত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন।

রুবেল মিয়া নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকারের ভাগিনা ও ভৈরবের চন্ডিবের গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। আহতরা হলেন রুবেলের স্ত্রী কাজল (৩০) এবং নরসিংদী সদর থানার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল (৪৮) ও আনিকা (৩০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাঙপানি ব্রীজের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়। পারিবারিক সূত্রে জানাযায়,পরিবার নিয়ে রুবেল জাফলং এ ঘুরতে যাওয়ার উদ্দশ্যে রওনা করেছিলো।

ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পিতা ও শিশু কন্যাকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদসহ পুলিশের একটি টিম।

এ বিষয়ে ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাড়িটি উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Mahbub Khan Akash

"মুক্ত সংবাদ" আপনার মত প্রকাশে সদা জাগ্রত। আমরা কাজ করি সত্যের অন্বেষণে।
ট্যাগস :

জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পিতা ও শিশু কন্যার মৃত্যু,আহত ৩

আপডেট সময় : ০৯:৪৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২

মাহবুব খান: সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে রুবেল মিয়া (৩৫) ও তার ৪০ দিন বয়সী শিশু কন্যা রাহি আক্তার আদরী মারা গেছে। আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় রুবেল মিয়ার স্ত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন।

রুবেল মিয়া নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকারের ভাগিনা ও ভৈরবের চন্ডিবের গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। আহতরা হলেন রুবেলের স্ত্রী কাজল (৩০) এবং নরসিংদী সদর থানার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল (৪৮) ও আনিকা (৩০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাঙপানি ব্রীজের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়। পারিবারিক সূত্রে জানাযায়,পরিবার নিয়ে রুবেল জাফলং এ ঘুরতে যাওয়ার উদ্দশ্যে রওনা করেছিলো।

ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পিতা ও শিশু কন্যাকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদসহ পুলিশের একটি টিম।

এ বিষয়ে ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাড়িটি উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।