শিবপুরে বিশ্ব অটিজম দিবস পালিত
- আপডেট সময় : ০৩:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- / ৮৭৮ বার পড়া হয়েছে
মাহবুব খান
নরসিংদীর শিবপুরে ১৬তম বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস পালন করা হয়েছে। রবিবার (২ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও শিবপুর প্রতিবন্ধী প্রাথমিক স্কুলের অংশগ্রহণে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে শিবপুর উপজেলা পরিষদ চত্বরে র্যালী অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন,শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোঃ হেলাল উদ্দিন,উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুর রহমান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, ডা:আফতাব উদ্দিন সরকারসহ শিক্ষক,শিক্ষার্থী ও প্রতিবন্ধী স্কুলের অভিভাবকবৃন্দ।
শিবপুর উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুর রহমান জানিয়েছেন, উপজেলায় ৮১১৯জন প্রতিবন্ধীর তালিকা করা হয়েছে।৬৪৭২ জন প্রতিবন্ধী বর্তমানে সরকারী ভাতা পাচ্ছেন।
উল্লেখ্য শিবপুরে একটি প্রতিবন্ধী স্কুল ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে যেখানে প্রতিবন্ধীদের জন্য শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।