শিবপুরে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতির বাড়িতে মিলাদ,দোয়া ও মধ্যাহ্ন ভোজের আয়োজন
- আপডেট সময় : ০৩:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ৫৮৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসিন নাজির ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহাবুবুল হাসান মাহবুব এর আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ আলহাজ্ব হারুনুর রশীদ খান ও মরহুমা নাজমুন নাহার মুহসিন দ্বয়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার লাখপুর শিমুলীয়া মুহসিন নাজির এর নিজ বাড়িতে এই মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী -৩ শিবপুরের সাংসদ আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন,নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি,এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী,জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা,সাবেক ও বর্তমান ইউপি সদস্যগণ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে মধ্যাহ্ন ভোজের আায়োজন করা হয়।