শিবপুর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানকে বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০১:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ৭৬২ বার পড়া হয়েছে
নরসিংদীর শিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ভূমি মন্ত্রাণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে পদায়িত হওয়ায় বদলির কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধায় স্থানীয় ইনায়াস রেস্টুরেন্টে শিবপুর প্রেসক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম খোরশেদ আলমের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক এস,এম আরিফ হাসানের সঞ্চালনায় উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: শাহরুখ খান,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মুহসিন নাজির,সাধারন সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল,মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া,সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান,মাছিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার,শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর বাদল,নরসিংদী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম হাসান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান,শিবপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক আলম খান,সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ ও শিবপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।