মাহবুব খান: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহি অফিসার জিনিয়া জিন্নাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহরুখ খান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা রোকেয়া বিলকিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, জাতীয় পর্যায়ে মনোনীত শিবপুরের জনপ্রিয় শিশু শিল্পী ইফাত রাখিল রাতিন। পরে বিভিন্ন সংগঠনের নারী নেত্রীদের কে নিয়ে একটি র্যালি বের করা হয়।