শিবপুরে কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসানের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- আপডেট সময় : ০৩:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ৭৭৯ বার পড়া হয়েছে
মাহবুব খান: শিবপুরে রাজনীতিবিদ ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বিকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব এই আয়োজন করেন। শিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোশাররফ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দীপু মাহমুদ, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাফেজ আহমেদ সরকার,শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আরিফুল হাসান,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রিসাদুল ইসলাম খান রাজন,জেলা যুবলীগের প্রচার সম্পাদক খোকন সরকার,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়া,উপজেলা মৎসজীবী লীগের সদস্য সচিব কাউছার শেখ,তাঁতিলীগের সভাপতি হানিফ মিয়াসহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।