মাহবুব খান: নরসিংদীর শিবপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে বুধবার (২২ জুন)। নবগঠিত কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার (২৩ জুন) মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল লতিফ,সহ-সভাপতি রাফিজ উদ্দিন খান,সফর আলী ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন প্রধান,রহিম মোল্লা,বাচ্চু মিয়া,আখিল মৃধা,মাধব চন্দ্র দে,সাধারণ সম্পাদক শাহীন মিয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন,বুলবুল খান,সৈয়দ জামান,সাংগঠনিক সম্পাদক এরশাদ মোল্লা,প্রচার সম্পাদক লতিফ ভূইয়া, দপ্তর সম্পাদক আবুল হোসেন,অর্থ সম্পাদক মিজানুর রহমানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিবপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।