মাহবুব খান: নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বাঘাব ভূঁইয়া বাড়ী জামে মসজিদের উন্নয়নের জন্য এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন শিবপুরের সাবেক এমপি,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে উপদেষ্টা ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার ইটাখোলাস্থ ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান সামিয়া সিএনজি স্টেশনে উক্ত মসজিদ কমিটির সভাপতি শহিদুল্লাহ মিলিটারির নিকট এ অনুদানের টাকা হস্তান্তর করেন।
অনুদানের এ টাকা হস্তান্তর কালে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন ও সিরাজুল ইসলাম মোল্লার ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।