প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২২, ৬:০৪ পি.এম
শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালন
মাহবুব খান: নরসিংদীর শিবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজির, ওসি সালাহ উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃন্দ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৩ মুক্ত সংবাদ