মাহবুব খান: নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী জাল্লারা বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাল্লারা বাজারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবপুরের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে নাছিম আহমেদ হিরন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, সাধারণ সম্পাদক শেখ কামাল,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা,জয়নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ। উল্লেখ্য,শিবপুরের সাবেক এমপি ও বিশিষ্ট শিল্পপতি সিরাজুল ইসলাম মোল্লার নিজস্ব অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণে প্রায় ২৭ লাখ টাকা ব্যয় হয়েছে।