মাহবুব খান: শিবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সৈয়দ ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য তালুকদার মোঃ যোবায়ের আহমদেদ টিপু,হারিজা আক্তার,শহিদুল ইসলাম, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি দীন মোহাম্মদ দিপু।এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিসাদুল ইসলাম খান রাজন,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আখিল মৃধা,শিবপুর উপজেলা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোহাম্মদ মোশারফ ভূঁইয়া,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূঁইয়াসহ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীবৃন্দ।