শিবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন খান অরুনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন
- আপডেট সময় : ০১:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ৭২৯ বার পড়া হয়েছে
মাহবুব খান: শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সফল সভাপতি, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও চক্রধা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম সালাউদ্দিন খান অরুনের ৪ র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শিবপুর উপজেলার মজলিশপুর গ্রামে মরহুমের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশীদ খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির,সাধারণ সম্পাদক শামসুল আলম ভুইঁয়া রাখিল,সহ সভাপতি আজিজুর রহমান খান ভুলু,স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার,কৃষক লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান,জেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক খোকন সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিসাদুল ইসলাম খান রাজন,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আখিল মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোশারফ ভূঁইয়া,উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক জাহিদুল শেখ কাউছার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক ফাজায়েল ভূঁইয়াসহ উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও,উপজেলার মজলিশপুরে মরহুম সালাউদ্দিন খান অরুনের প্রতিষ্ঠিত শহীদ রবিউল আওয়াল খান কিরন কারিগরি মহাবিদ্যালয়ে মরহুমের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।