বিনোদন ডেস্ক: হালের জনপ্রিয় গীতিকার ও সুরকার সোহেল মনিরের কন্ঠে এবার প্রকাশিত হলো ❝তোর আশাতে❞ শিরোনামের নতুন একটি গান।এসপি মিউজিক এর ব্যানারে প্রকাশিত গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।গানের মিক্স মাস্টারিং করেছেন আহসান হাবীব ছবি।রবিবার (৯ অক্টোবর) গানটি এসপি মিউজিক এর অফিয়াল পেজে প্রকাশিত হয়েছে।সংগীত জগতে দীর্ঘদিনের পথচলায় সোহেল মনির অনেক জটিল সময় পাড়ি দিয়ে আজকের এই অবস্থানে এসে পৌছেছেন।গান পাগল সোহেল মনির মূলত একজন গীতিকার ও সুরকার।এ পর্যন্ত তার লেখা ও সুরে একশোর মতো গান প্রকাশিত হয়েছে।নিজেও কন্ঠ দিয়েছেন ৮/১০ টি গানে।
"তোর আশাতে" গান প্রসঙ্গে সোহেল মনির বলেন,আমি মূলত একজন গীতিকার ও সুরকার।আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার বেশ কিছু গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা লাভ করেছে।তোর আশাতে গানটি মূলত আমি সখের বশে গেয়েছি।আশা করি গানটি ভালো লাগবে।