নিজস্ব প্রতিনিধি: গত ২৮ অক্টোবর ও ২৯ অক্টোবর দুটি অনলাইন নিউজ পোর্টাল জনতার সময় ও আজকের তরুণ কন্ঠে "শিবপুরে ভুয়া তথ্যে চেয়ারম্যানের মানহানী করতে চায় ইউপি সদস্যের স্বামী রোকন" শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন দুলালপুর ইউনিয়নের রতন প্রধানের ছেলে রোকন প্রধান।
একটি বিবৃতিতে তিনি বলেছেন, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার সহযোগী সোলেমান শেখের বিরুদ্ধে টিসিবির পণ্য নামে-বেনামে নিজ মুরগির ফার্মে নিয়ে আসলে স্থানীয় জনগণ দেখে ফেলে।ওই সময় খবর পেয়ে সাংবাদিকরা উপস্থিত হলে তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করে ব্যার্থ হন চেয়ারম্যান।আমি ঘটনার বিস্তারিত সাংবাদিকদের সামনে উপস্থাপন করি।এই ঘটনায় আমার উপর ক্ষুব্ধ হয়ে পরবর্তীতে গাজীপুর থেকে আসা চেয়ারম্যানের আত্মীয় সাংবাদিক পরিচয়ধারী মারুফ হাসান আমার বিরুদ্ধে নাগরিকত্ব সনদ বিক্রির অভিযোগ করে একটি সংবাদ প্রকাশ করে যা সম্পূর্ণ মিথ্যা বানুয়াট ও ভিত্তিহীন। উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।তিনি আরও বলেন,নাগরিকত্ব সনদ কখনো বিক্রি হয় না তা সকলেই জানেন।মূলত বিষয় হলো চেয়ারম্যানের ভাই হারুন মোল্লার মুরগির ফার্মে টিসিবির পন্য হাতেনাতে ধরার সময় বিলপাড় গ্রামের মৃত সাহাজ উদ্দীনের ছেলে মোঃ রিপন মিয়া ঘটনাটি দেখে ফেলে এবং উক্ত ঘটনা আমি সাংবাদিকদের সামনে তুলে ধরি,এরই ফলশ্রুতিতে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে আমার বিরুদ্ধে মিথ্যা সাজানো সংবাদ প্রকাশ করা হয়।আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।