প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২২, ১১:৫৬ এ.এম
শিবপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
মাহবুব খান: নরসিংদীর শিবপুরে বি.এস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার তেলিয়া-ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের জাতীয় সংসদ সদস্য জহিরুল হক ভুইঁয়া মোহন।খেলার উদ্বোধন করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ।নরসিংদী জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক ভূঁইয়ার পৃষ্ঠপোষকতায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান সুজনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, আলমগীর হোসেন মৃধা,আব্দুল হাই মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভুইঁয়া, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া,দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান ও নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় প্রমূখ। ফাইনাল খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগী দুটি দল হলো বন্ধুমহল একাদশ, খড়িয়া বনাম বৃত্ত মানব কল্যাণ সংঘ, তেলিয়া-ঝাউয়াকান্দি।খেলায় টাই-ব্রেকারে বৃত্ত মানবকল্যাণ সংঘ তেলিয়াকে ৪-৫ গোলে পারাজিত করে বন্ধুমহল ফুটবল একাদশ খড়িয়া।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কোন নেতৃত্ব বাংলাদেশে সৃষ্টি হয়নি।শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ ভালো থাকবে,তবেই আমরা ভবিষ্যতে এই ধরনের সুন্দর খেলা উপহার দিতে সক্ষম হবো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৩ মুক্ত সংবাদ