মাহবুব খান: নরসিংদীর শিবপুর পৌরসভা বিএনপি পুন:গঠন করার লক্ষ্যে নরসিংদী জেলা বিএনপি কর্তৃক গঠিত সাংগঠনিক টিমের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ নভেম্বর) বিকেলে মনজুর এলাহীর বাগান বাড়িতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. মাহমুদুল হাসান বাবুল মৈশানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক টিমের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. গোলাম কবির কামাল।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক টিমের সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য আ.ফ.ম. মোস্তাকিম পান্না,বিশেষ বক্তার বক্তব্য রাখেন সাংগঠনিক টিম ও জেলা বিএনপির সদস্য মনিরুল হক জাবেদ এবং আহসান হাবিব বিপ্লব প্রমূখ।বক্তারা বলেন, বিএনপিকে সুসংগঠিত করতে ও অগণতান্ত্রিক আওয়ামী সরকারকে প্রতিহত করতে দলীয় ঐক্যের বিকল্প নেই।নেতাকর্মীদের মাঝে সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আগামীতে কেন্দ্র ঘোষিত আন্দোলনে সবাইকে প্রস্তুত থাকতে হবে।আপনাদের মতামতের ভিত্তিতে জেলা কমিটির সাথে আলোচনা সাপেক্ষে শিবপুর পৌরসভা বিএনপিকে পুন:গঠন করা হবে।
এসময় পৌরসভা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।