শিবপুরের যোশরে উদয়ন যুব সংগঠনের মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৩:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- / ৬৭০ বার পড়া হয়েছে
মাহবুব খান,নিজস্ব প্রতিনিধি: শিবপুর উপজেলার যোশর ইউনিয়নে উদয়ন যুব সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে যোশর বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি ইসমাইল মিয়ার সভাপতিত্বে ও যোশর বাজার ক্ষুদ্র ব্যাবসা সমবায় সমিতির সভাপতি আব্দুল কাদির শামিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন আর পি গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোশর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যোশর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেল আহমেদ,নরসিংদী জেলা পরিষদের সদস্য আমান উল্লাহ ভূঁইয়া আমান,যোশর বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সহ-সভাপতি হাফিজ উদ্দীন মিয়া,সহ-সভাপতি তোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক এনামুল হাসান রাশেদ,ইউপি সদস্য আব্দুল গফুর মিয়া,শিবপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া,যোশর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হারুন মিয়া প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,যোশর একটি শান্তিপ্রিয় এলাকা,যোশরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং যোশর থেকে নেশাকে চিরতরে নির্মূল করার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।তিনি আরও বলেন উদয়ন যুব সংগঠনের প্রত্যেকটি ভালো কাজে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে।