মাহবুব খান: বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে খাদ্য ও স্বাস্থ্য সংকট মোকাবিলায় জনসাধারণের জীবনমান উন্নয়নে কৃষি, প্রাণীসম্পদ ও পরিবার পরিকল্পনা খাতে শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে বিনামূল্যে সার,বীজ,গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় বাঘাব ইউনিয়ন পরিষদের মাঠে এসব সার, বীজ বিতরণ ও সেবা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হারুনুর রশীদ খান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল শামীম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বনিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দীন,শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আরিফুল হাসান প্রমুখ।
প্রতি কৃষকের মাঝে ১০ প্রকারের (লালশাক, পুইশাক, পালনশাক, ডাটা, লাউ, মিস্টি কুমড়া, করলা, জিঙ্গা, মরিচ, মুলা) দুইশত টাকার বীজ ও তিন কেজি ডিএপি সার (৫০ টাকা) প্রদান করা হয়। একইসাথে গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়।