নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্যা বাজারের দুই ব্যবসায়ী ইসমাঈল ও হিরণ মিয়ার উপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) বিকালে চৈতন্যা বাজারের ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে এই প্রতিবাদ সভা বাজার মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায়,পূর্ব শত্রুতার জের ধরে গত ২৪ নভেম্বর সকাল ৯ টায় একই গ্রামের খয়রাত হোসেনের ছেলে সোলমান ও রুপ মিয়ার ছেলে মাসুদ এর নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসীদল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হিরণ ও ইসমাইলের বাড়ীতে গিয়ে এই হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা দা, চাপাতি দিয়ে ইসমাঈল ও হিরণ মিয়াকে কুপিয়ে জখম করে এবং অন্যান্যদেরকে পিটিয়ে আহত করে। বর্তমানে গুরুতর আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন চৈতন্যা গ্রামের হাজী মোঃ হানিফার ছেলে চৈতন্যা বাজারের ব্যবসায়ী হিরণ মিয়া ও ঈসমাইল মিয়া, মৃত আইয়ুব আলীর ছেলে আবুল হোসেন ও তার স্ত্রী ফরিদা।
প্রতিবাদ সভায় চৈতন্যা বাজার কমিটির সভাপতি ফজলুর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও স্বপন ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী খোকন, ব্যবসায়ী আব্দুর রহমান ভূইয়া, সাবেক ছাত্রলীগ নেতা শাহ আলম, ব্যবসায়ী রাসেল আহমেদ, আব্দুল আউয়াল ভূইয়া, আনোয়ার, মাসুদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, সন্ত্রাসীরা অত্র গ্রামে ও বাজারে মানুষের উপর একেরপর এক অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু এদের কোন বিচার হচ্ছে না। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী ও অত্র বাজারের ব্যবসায়ীরা। বক্তারা এলাকার এই চিহিৃত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।