নরসিংদীর শিবপুর উপজেলা ও পৌরসভা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাহিদুল শেখ কাউছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহসীন নাজির,জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সোহানা আক্তার ও যুগ্ম আহ্বায়ক আব্দুসাত্তার।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওমর ফারুক, উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি রুহুল আমিন শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মৈশান,পৌরসভা মৎস্যজীবী লীগের আহ্বায়ক জাকির হোসেন,সদস্য সচিব মুন্না,চক্রধা ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান রনি সহ উপজেলা ও পৌরসভা কমিটির সকল নেতৃবৃন্দ।