মাহবুব খান:
দেশের একটি পরিবারও ভূমিহীন ও গৃহহীন থাকবে না” মুজিববর্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে শিবপুর উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা।
এরই ধারাবাহিকতায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ ধাপে শিবপুর উপজেলায় ৭৫টি ও পূর্বে দেওয়া ১৫৪টিসহ মোট ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘর এবং দুই শতাংশ জমির দলিল বুঝিয়ে দেওয়ার মাধ্যমে আগামী ২২ মার্চ (বুধবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে শিবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে বলে সোমবার (২০ মার্চ) সকালে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মো: হেলাল উদ্দীন,শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম প্রমূখ।
আর এতে করেই অসহায় ভূমিহীন ও গৃহহীনরা পেতে যাচ্ছেন তাদের স্বপ্নের ঠিকনা। সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জীবন-মানের এই পরিবর্তন শুরু হয়ে গেছে শিবপুর উপজেলায়।
উল্লেখ্য, দেশের যে ৭টি জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা দেওয়া হবে তার মধ্যে নরসিংদী জেলা অন্যতম।