মাহবুব খান:
নরসিংদীর শিবপুর উপজেলার ১৫ নং উত্তর সাধারচর পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোরদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২০ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে সকাল থেকে শিশু কিশোররা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে।দুপুরে সংক্ষিপ্ত আলোচনার শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা ব্রাক আড়ং এর এসিস্টেন্ট ম্যানেজার আলহাজ্ব মাহবুবুল হক ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব মাহফুজুল হক টিপু।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব ভুইয়া উজ্জল । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নং ইউপি সদস্য শিহাব ভুইয়া,স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকগণ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাহফুজুল হক টিপু বলেন,শিশু কিশোরদের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ,কারণ খেলাধুলা মন মানসিকতা ও শরীর স্বাস্থ্যকে ভালো রাখে,আর শরীর ও মন ভালো থাকলে পড়াশোনায় মনযোগী হওয়া যায়।