শিবপুরে মাদরাসায় ফ্রিজ প্রদান করলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা
- আপডেট সময় : ১২:১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ৫৮৬ বার পড়া হয়েছে
মাহবুব খান
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব কেরামতিয়া মাদ্রাসা ও এতিমখানায় একটি ডিপ ফ্রিজ প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম মাহবুবুল হাসান মাহবুব।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) মাদ্রাসা কর্তপক্ষের কাছে এই ডিপ ফ্রিজটি হস্তান্তর করা হয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রতাশী মাহবুব বলেন,
এখন গরমকাল চলছে, ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা এবং শিক্ষকরা যাতে নিরাপদ খাবার খেতে পারেন সেই চিন্তা থেকেই ব্যক্তিগত ভাবে ২১৫ লিটারের একটি ডিপ ফ্রিজ প্রদান করেছি,যাতে খাবার সংরক্ষণ করা যায়।
উল্লেখ্য মাহবুবুল হাসান এলাকায় ব্যক্তিগতভাবে সামাজিক কাজ কর্মে সক্রিয় রয়েছেন। তিনি সাধ্যমত এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন।
ডিপ ফ্রিজ প্রদানকালে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাফেজ আহমেদ সরকার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাযায়েল ভূইয়া প্রমুখ।