শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড'র ২৩তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বিকালে ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতি লিমিটেড'র আয়োজনে পুরাতন গরুহাটি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অরুন কুমার মোদকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা দেশরত্ন শেখ হাসিনা দেশে অনেক উন্নয়ন করেছেন। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আগামী ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এছাড়া তিনি ঝগড়ারচর বাজারে ড্রেনেজ ব্যবস্থা, ব্যবসায়ীদের জন্য সেড ও ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির জন্য পাকা ভবনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সহ-সাধারন সম্পাদক রেজাউল করিম রতনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শেরপুর-৩, (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এ.ডি.এম শহিদুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. আব্দুস ছালাম, ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতি লিঃ সাধারণ সম্পাদক মাসুদ রানা, ভেলুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ, ঝগড়ারচর বাজার সমবায় সমিতি লিমিটেডের সদস্য আবু সাঈদ হিটলার, আব্দুল হালিম প্রমুখ। এসময় থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।