ধর্ম যার যার নৌকা সবার,নৌকা বাংলাদেশীদের শান্তির প্রতীক —–মাহফুজুল হক টিপু
- আপডেট সময় : ০৪:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ৬৩৭ বার পড়া হয়েছে
মাহবুব খান,নিজস্ব প্রতিবেদক:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে শিবপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন নরসিংদী-৩ শিবপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক টিপু।
সোমবার (২৩ অক্টোবর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।সেখানে তিনি পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।পূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার খোঁজখবর নেন।
শুভেচ্ছা বিনিময়কালে এই আ’লীগ নেতা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারনেই আজ সনাতন ধর্মাবলম্বীরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারছেন।
তাই এই সুশৃঙ্খল ও অসাম্প্রদায়িকতার ধারাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে।
তিনি আরও বলেন,নৌকা এদেশের শান্তির প্রতীক,তাই ধর্ম যার যার নৌকা সবার।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক জাহিদুল হক দিপু,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, নব্বই দশকের তুখোড় নেতা আব্দুল কাদের মিষ্টার,সাধারচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি খন্দকার,স্বেচছাসেবক লীগ নেতা লিমনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।