শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুরে মিললো বিল্লাল হোসেন (৫০) নামে এক কৃষকের লাশ। সোমবার ২৩ (অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার ভাটি লঙ্গরপাড়া গ্রামের একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার করা হয়। নিহত কৃষক একই এলাকার মৃত আদি মন্ডলের ছেলে। এঘটনায় নিহতের ছেলে উজ্জল মিয়া বাদী হয়ে মঙ্গলবার দুপুরে চার জনের নাম উল্লেখ করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। তথ্যগুলো নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী।
পুলিশ ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কৃষক বিল্লাল হোসেন ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার দিকে ছাগল বাড়িতে ফিরে আসে। কিন্তু ঐ কৃষক বাড়ি ফিরেনি। এঘটনায় পরিবারের সদ্যসরা তাঁকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে মাইকিং করে। একপর্যায়ে রাত ১১ টার দিকে বাড়ির পার্শ্ববর্তী এক পুকুরে লাশ ভাসতে দেখে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ থানায় এনে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে প্রেরণ করে।
থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, লাশের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।