বাবুরহাটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার
- আপডেট সময় : ১১:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ৮৮৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
নরসিংদীর শেখেরচর বাবুর হাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শেখেরচর বাবুর হাটে আসেন তিনি। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার। এ সময় পুড়ে যাওয়া দোকানঘর পরিদর্শন শেষে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাবিরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখজনক ও অপ্রত্যাশিত। এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা তাদেরকে সব ধরণের সাহায্য সহযোগীতা প্রদান করবো।
এসময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, শেখেরচর বাবুর হাট বনিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়াসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।