নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।বুধবার (১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ সজীবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহসিন নাজির,সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: মমিনুল হক,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, প্রেস ক্লাবের সভাপতি এস,এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ।