মাহবুব খান,নিজস্ব প্রতিনিধি
নরসিংদী জেলার শিবপুর উপজেলার কৃতিসন্তান,মুক্তিযুদ্ধকালীন থানা কমান্ডার,শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের সাবেক অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান খানের সুযোগ্য উত্তরসূরি কে.এম শাহুনজা অষ্ট্রলিয়া কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে মেডিসিনে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।তার এই ডিগ্রী লাভে অত্যন্ত আনন্দিত শিবপুরবাসী।
কে.এম শাহুনজার চাচাতো ভাই শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান জানান,তার এই অর্জনে আমাদের পরিবারের পাশাপাশি গোটা শিবপুরবাসী আনন্দিত হয়েছেন।
শিবপুরবাসী তাকে নিয়ে গর্ববোধ করবেন।
আশা করি আমার ভাইয়ের মেধাশক্তিকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগিয়ে তিনি দেশ ও জাতির উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করবেন।