মাহবুব খান, নিজস্ব প্রতিনিধি :
নরসিংদীর শিবপুরের বিভিন্ন বরেণ্য ও খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী- ৩ (শিবপুর) আসনের তৃণমুল বিএনপির শরীক জোটের মনোনীত প্রার্থী সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত)।
সোমবার (৪ ডিসেম্বর) সুশান্ত চন্দ্র বর্মনের দলীয় ও সমর্থিত নেতা-কর্মীদের নিয়ে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদ, সাবেক এমপি শহীদ রবিউল আওয়াল খান কিরন, সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়া, শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদ আলহাজ্ব হারুনুর রশীদ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম ফজলুর রহমান ফটিক মাস্টার, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আশুতোষ চক্রবর্তীর সমাধিস্থলে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) বলেন, "শিবপুরের বরেণ্য এই রাজনীতিবিদদের আদর্শ মনে-প্রাণে ধারণ করে জনগণকে সাথে নিয়ে আমি রাজনীতি করি। জনগণের সেবা করার জন্য শিবপুরবাসী ধনাঢ্য ও বিত্তশালীর চাইতে রাজনীতিবিদ ব্যক্তি চায়। তাই আমি প্রয়াত রাজনীতিবিদদের আদর্শ ধারণ করে জনগণের সেবা করে যাচ্ছি এবং যাবো। তারই ধারাবাহিকতায় শিবপুরবাসী আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের সেবা করার সুযোগ করে দিবে।
উল্লেখ্য, সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) বাংলাদেশ জাতীয় ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ সম-অধিকার পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী- ৩ (শিবপুর) আসনের তৃণমুল বিএনপির শরীক জোটের হয়ে নির্বাচনে সেনালী আঁশ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।