শিবপুর প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মাহমুদপুর( মাধবদী) হোসাইনিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রধান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) বিকেল হতে মধ্যে রাত পর্যন্ত মাদ্রাসা মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাহফুজুল হক টিপু। এসময় উপস্থিত ছিলেন শিবপুর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল হক দিপু।
মাদানীনগর মাদ্রাসার মহাপরিচালক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপী হুজুরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন গাজীপুরের কাপাসিয়া আরাবিয়্যা সাঈদিয়্যা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মুফতী নিজাম উদ্দিন প্রধান। বিশেষ বক্তা ছিলেন আলহাজ্ব মুফতী মোশারফ হোসেন ইসলামপুরী, হাফেজ মাওলানা শেখ আমিনুল ইসলাম মাহমুদী, মাওলানা আসাদুল্লাহ কাসেমী, মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন।
উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে শিবপুর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খানের জন্য নৌকা প্রতীকে ভোট চেয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাহফুজুল হক টিপু।