শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. সজীব এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির মুখ্য উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা,উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, ইটাখোলা হাইওয়ে থানার ওসি মো. ইলিয়াস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসিন নাজির,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার ভূঁইয়া জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার, সাধারচর ইউ’পি চেয়ারম্যান মোর্শেদ, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাদিম সরকার, বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার, আয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম মোল্লা, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় কিশোর গ্যাং,সন্ত্রাস, মাদক ও ইভটিজিংসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গৃহীত হয়।