সংবাদ শিরোনাম ::
শিবপুরে ইউএনও’র উদ্যোগে ৬৫০ টাকায় গরুর মাংস
মুক্ত সংবাদ
- আপডেট সময় : ০১:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / ৮০৩ বার পড়া হয়েছে
মাহবুব খান
নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইউএনও শাহ্ মোঃ সজিব এর উদ্যোগে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
জানা গেছে, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে মানুষ ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস ক্রয় করে খুব খুশি।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব এর এই অনন্য মানবিক উদ্যোগে উপকৃত হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।কারণ স্থানীয় বাজারে ১ কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে,যা অনেকেরই ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, রমজান মাসে বাজার দর স্থিতিশীল রাখতে ২৯টি খাদ্যসামগ্রীসহ পণ্যের দাম নির্ধারণ করেছে সরকার। এ কর্মসূচির ধারাবাহিকতায় ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু করেছি।