মাহবুব খান
নরসিংদীর শিবপুরে পৌরসভা ভলিবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ মে) ৪:৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করে মাধ্যমিক স্কুল দল ও শিবপুর বাজার ব্যবসায়ী দল।খেলায় ২-০ সেটে মাধ্যমিক স্কুল জয়লাভ করে।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া,উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান রাসেল,শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দীন মোঃ আলমগীর,পৌরসভা ইঞ্জিনিয়ার মাহবুব আলম,শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান খান,পৌর কমিশনার জাহাঙ্গীর আলম,শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান প্রমূখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা স্কাউটস কমিটির সাধারণ সম্পাদক খন্দকার আরিফ ও পৌরসভার ওয়ার্ক এসিস্ট্যান্ড শহীদুল্লাহ।
উল্লেখ্য,পৌরসভা ভলিবল টুর্নামেন্টে সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করে,পরবর্তীতে দুটি দল ফাইনালে এসে পৌঁছায়।