বিশেষ প্রতিনিধি: মানব সেবায় ব্রত নিয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটানো যার নেশা তিনি হলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার, ফ্রান্স প্রবাসী তরুন সমাজ সেবক এনামুল হক।
নরসিংদীর শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের এক হতদরিদ্র পরিবার রিপা বেগম দীর্ঘদিন বাড়িতে পানির টিওবওয়েল না থাকায় অন্যের বাড়ি থেকে বালতিতে করে পানি এনে চলছিল। কিন্তু বয়সের ভারে এখন আর পেরে ওঠছে না। তার স্বামী নাজিমুদ্দিন দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত। এই কথা শুনার সাথে সাথে ইঞ্জিনিয়ার এনামুল হক তার ব্যাক্তিগত তহবিল থেকে একটি আর্সেনিক দূষণ মুক্ত গভীর টিওবওয়েল বা নলকুপ স্তাপনের ব্যবস্থা করেন।
ইঞ্জিনিয়ার এনামুল হক শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর গ্রামের বাসিন্দা তিনি। তার নীতি-নৈতিকতা মানুষের প্রতি দরদ ও আন্তরিকতায় বেশ সুনাম কুড়িয়েছেন।
তিনি নিজ অর্থায়নে দীর্ঘদিন ধরে অসহায় সাধারণ মানুষদেরকে আর্থিক সহযোগিতা,দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে যাচ্ছেন। তাছাড়া খাদ্য বিতরণ ঈদুল আজহা ও ঈদুল ফিতরে ঈদ সামগ্রী বিতরণ করছেন প্রতিনিয়ত।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, শিবপুর প্রেক্লাবের সাধারন সম্পাদক শেখ মানিক, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক করিম আহসান, সাদেক শিকদার,আরিফ হোসেন, জুয়েল মিয়া মাহমুদুল হাসান সুমন ।