শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার সোনাকুড়া সিএন্ডবিতে আটগ্রাম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সোনাকুড়া ক্রিকেট একাদশ বনাম দোপাথর ক্রিকেট একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলা উপভোগ করতে হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়েছেন।
শনিবার (২১ সেপ্টেম্ব) বিকেলে উপজেলার সোনাকুড়া সিএন্ডবি বাজার সংলগ্ন মর্ডান ব্রিকস ফিল্ড মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি'র সভাপতি আবুল হারিস রিকাবদার এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল সোনাকুড়া ক্রিকেট একাদশের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল দোপাথর ক্রিকেট একাদশের হাতেও পুরষ্কার তুলে দেয় হয়।
খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা ও অর্কেস্ট্রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল মামুন নিলয়।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু এবং শিবপুর উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, নরসিংদীর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি প্রমুখ।
খেলার সার্বিক পরিচালনা করেন,চক্রধা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আটগ্রাম ক্রিকেট টুনামেন্টের পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আবদুল্লাহ আল নাহিদ।