ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মুক্ত সংবাদ
  • আপডেট সময় : ০৭:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬৪১ বার পড়া হয়েছে

শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ফিড ব‌্যবসায়ী দৌলত খান‌কে রা‌তের আধা‌ঁরে ‌নৃশংসভা‌বে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে একদল সন্ত্রাসী বা‌হিনী।

শনিবার দিবাগত রাত ১ টায় উপজেলার মা‌ছিমপুর ইউ‌নিয়‌নের দ‌ত্তেরগাঁও মধ‌্যপাড়া গ্রামে এই হত‌্যার ঘটনা ঘ‌টেছে । পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, সন্ত্রাসীরা চু‌রির ফাদ পে‌তে ট্রা‌কের ব‌্যাটা‌রি চু‌রি করার পায়তারা ক‌রতে থা‌কে। দৌলত খান চু‌রির ঘটনা আঁচ কর‌তে পে‌রে ঘর থে‌কে বের হন পো‌ল্টি ফা‌র্মের দুজন কর্মচা‌রি‌কে নি‌য়ে। বা‌ড়ি থে‌কে প‌শ্চি‌মে ১০০ হাত দূ‌রে গে‌লেই পূর্বে থেকে ওতঁপে‌তে থাকা চু‌রির কৌশল খাটা‌নো সন্ত্রাসীরা দৌলত খান‌কে উপর্যুপু‌রি ধারা‌লো দেশীয় অস্ত্র দি‌য়ে তা‌কে কোপা‌তে থা‌কে। পো‌ল্টি ফা‌র্মের কর্মচা‌রিরা দৌ‌ড়ে চিৎকার কর‌তে থাক‌লে আশ-পা‌শের লোকজন আসার আগেই সন্ত্রাসীরা দৌলত খা‌নের মৃত‌্যু নি‌শ্চিত করে পালিয়ে যায়। শিবপুর ম‌ডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে

পোষ্ট ম‌র্টেমে পাঠানোর জন্য নরসিংদী সদর হাসপাতাল প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শিবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৭:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ফিড ব‌্যবসায়ী দৌলত খান‌কে রা‌তের আধা‌ঁরে ‌নৃশংসভা‌বে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে একদল সন্ত্রাসী বা‌হিনী।

শনিবার দিবাগত রাত ১ টায় উপজেলার মা‌ছিমপুর ইউ‌নিয়‌নের দ‌ত্তেরগাঁও মধ‌্যপাড়া গ্রামে এই হত‌্যার ঘটনা ঘ‌টেছে । পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা যায়, সন্ত্রাসীরা চু‌রির ফাদ পে‌তে ট্রা‌কের ব‌্যাটা‌রি চু‌রি করার পায়তারা ক‌রতে থা‌কে। দৌলত খান চু‌রির ঘটনা আঁচ কর‌তে পে‌রে ঘর থে‌কে বের হন পো‌ল্টি ফা‌র্মের দুজন কর্মচা‌রি‌কে নি‌য়ে। বা‌ড়ি থে‌কে প‌শ্চি‌মে ১০০ হাত দূ‌রে গে‌লেই পূর্বে থেকে ওতঁপে‌তে থাকা চু‌রির কৌশল খাটা‌নো সন্ত্রাসীরা দৌলত খান‌কে উপর্যুপু‌রি ধারা‌লো দেশীয় অস্ত্র দি‌য়ে তা‌কে কোপা‌তে থা‌কে। পো‌ল্টি ফা‌র্মের কর্মচা‌রিরা দৌ‌ড়ে চিৎকার কর‌তে থাক‌লে আশ-পা‌শের লোকজন আসার আগেই সন্ত্রাসীরা দৌলত খা‌নের মৃত‌্যু নি‌শ্চিত করে পালিয়ে যায়। শিবপুর ম‌ডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে

পোষ্ট ম‌র্টেমে পাঠানোর জন্য নরসিংদী সদর হাসপাতাল প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন।