শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলা প্রসাশনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটরিয়ামে এই অনুদান বিতরণের আয়োজন করা হয়।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার,উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হারিস রিকাবদার,শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন,শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এড. মাহমুদুল হাসান বাবুল মৈশান,সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা,উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অসীম কুমার ঘোষ, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী, শিবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বর্মন, শিবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ও শিবপুর উপজেলা হিন্দু মহাজোট সাধারণ সম্পাদক রাজন রায়,শিবপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফন্টের আহবায়ক লিটন চন্দ্র বর্মনসহ ৬৯টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।