পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার: দিনাজপুরের পার্বতীপুরে পল্লীতে অভিনব কৌশলে গভীর রাতে বাড়ি চুরির ঘটনায় আগুন ও অজ্ঞান হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের দলাই কোটা হাজীপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য সাইদার রহমানের বাড়িতে ১৮ জানুয়ারি রাত ২.৩০ মিনিটে চুরির ঘটনা ঘটে। ঐ দিন তার শ্বশুর বাড়ির আত্মিয় স্বজনরা আসেন এবং দিন শেষে রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন । রাত যখন প্রায় ২.৩০ মিনিট তখন তার ছোট ভাইয়ের স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হন। তখন দেখতে পায় তার বড় ভাইয়ের বাড়িতে অজ্ঞাত লোকের শব্দ শুনে চিৎকার দেয়। ঐ চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে আসে। তখন চোর চক্রটি বাহিরে যাওয়ার সময় খড়ের পোয়ালে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আগুন দেখে গ্রামের লোকজন নেভানোর চেষ্টা করে। পরে পার্বতীপুর ফায়ার সার্ভিসকে ফোন দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এরপর লোকজন বাড়ির ভিতরে ডুকে এবং দেখতে পায় ঘরের সব দরজার সিটকিনি লাগানো। এরপর ঘরের ভিতরে ডুকে সবাই কে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এরা হলেন,বাড়ির মালিক সাবেক ইউপি সদস্য সাইদার রহমান (৫৫) ও তার স্ত্রী উত্তরা প্রভাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানারা বেগম (৪০) ভাইয়ের স্ত্রী নুর জাহান (৩৫), তার মেয়ে শ্রাবনী (১৬), আত্মীয় নারগিস (৪০), রাইয়ান (২৫), আত্মীয় মঞ্জুয়ারা (৬০), শিশু ফাতেমাতুজ্জোহরা (৭), মুসফিকা মাহি (১৭), মারিয়া খাতুন (১২) ও খালা মোছাঃ আনিছা খাতুন (৬৭) প্রমূখ। পরদিন সকাল ৯ টায় চিকিৎসার জন্য ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কারণ সকল আত্মীয় বাড়ি ছিল ফুলবাড়ী উপজেলার উত্তর রঘুনাথপুর গ্রামে।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস সালাম ও মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই উজ্জ্বল তার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল তদন্ত করেন। ওসি আব্দুস সালাম জানান, বাড়ির লোকজন অজ্ঞান হওয়া, চোর ঢুকা এবং আগুন লাগা বিষয়টি বড় জটিল। বাড়ির মালিক সাইদার রহমান সুস্থ্য হলে, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার কথা জানান।