সংবাদ শিরোনাম ::
রাজধানীতে বাসের ধাক্কায় রিকশা আরোহীর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ৫৮৯ বার পড়া হয়েছে
মুক্ত সংবাদ ডেস্ক: রাজধানীর ওয়ারি ইউনি মাঠে শেরেবাংলা স্কুলের গলির মুখে আনন্দ পরিবহনের একটি বাসচাপায় রিকশাযাত্রী রাফিকা পাঠান (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই নারীকে উদ্ধার করে সালাউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার জানান, আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই রিকশায় ধাক্কা দিয়ে টেনে অনেক দূরে নিয়ে যায়। এ ঘটনায় রিকশা চালকসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে। বাসটি জব্দের পাশাপাশি চালককেও আটক করা হয়েছে। নিহত নারীর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।