শিবপুর মাইক্রোস্ট্যান্ডের উন্নয়ন কাজে এক লক্ষ টাকা অনুদান দিলেন দেলোয়ার ভূঁইয়া
- আপডেট সময় : ০১:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ৬৮৩ বার পড়া হয়েছে
মাহবুব খান,নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিববপুর পৌরসভা মাইক্রো ও ট্যাক্সিষ্ট্যান্ড এর উন্নয়ন কাজে এক লক্ষ টাকা অনুদান দিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, এন আরপি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর দেলোয়ার হোসেন ভূঁইয়া। শুক্রবার (০১ এপ্রিল) পৌরসভা মাইক্রো ও ট্যাক্সি স্ট্যান্ড সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে দেলোয়ার হোসেন ভূঁইয়া এই অনুদানের কথা জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর মাইক্রোস্ট্যান্ড এর প্রতিষ্ঠাতা,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আলহাজ্ব আরিফুল ইসলাম মৃধা। এসময় উপস্থিত ছিলেন মাইক্রো ও ট্যাক্সিস্ট্যান্ড সমিতির সভাপতি মোঃ রাশেদ মিয়া,সহ-সভাপতি শাহিন মিয়া,সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন খান,যুগ্ম সম্পাদক আখিল মৃধা,কোষাধ্যক্ষ মোঃ আল আমিন,সদস্য মোঃ উজ্জ্বল খান,মোঃ আদির ভূঁইয়া,কামরুল হাসান ছানা,ইদ্রিস মোল্লা,মাইক্রোস্ট্যান্ড শ্রমিক সমিতির সভাপতি সৈয়দ জামান,সাধারণ সম্পাদক রুবেল মৈশান প্রমুখ।
উল্লেখ্য, শিবপুর পৌরসভা মাইক্রো ও ট্যাক্সিস্ট্যান্ড সমবায় সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। দীর্ঘ ২৬ বৎসর যাবৎ সুনামের সঙ্গে এই সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। এখানে দলমত নির্বিশেষে সকলেই মাইক্রো ও ট্যাক্সি রেন্ট এ কার ব্যবসা করে যাচ্ছেন। প্রায় তিন হাজার ব্যক্তি এই স্ট্যান্ডে কর্ম করে জীবিকা নির্বাহ করে আসছেন।